ঢাকামঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আবহাওয়া
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. কবিতা
  10. কৃষি ও প্রকৃতি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকুরি
আজকের সর্বশেষ সবখবর

মতলবে ট্রমা জেনারেল হাসপাতাল সীলগালা

রূপসী বাংলা ২৪.কম
সেপ্টেম্বর ১২, ২০২৩ ৩:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

মতলব পৌর এলাকায় কলেজ রোডে ট্রমা কেয়ার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় হাসপাতালটি সীলগালা ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ১১ সেপ্টেম্বর দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার এ জরিমানা করেন। হাসপাতালটি সীলগালা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ মোঃ মুহিবুল্লাহ সৌরভ।
সরজমিনে দেখা যায়, ট্রমা কেয়ার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় ও লাইসেন্স প্রাপ্তির শর্ত ভঙ্গ করায় হাসপাতালটি সীলগালা এবং ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বর্জ্য রাখার পাত্র না থাকার কারণে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কাশিফ মোহাম্মদ, স্যানিটারী ইন্সপেক্টর খোরশেদ আলমসহ উপজেলা স্বাস্থ্য প্রশাসন ও পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ মোঃ মুহিবুল্লাহ সৌরভ জানান, ওই হাসপাতালটির লাইসেন্স করানোর জন্যে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছে। হাসপাতালটির লাইসেন্স না থাকায় সীলগালা করা হয়েছে। মতলবের বিভিন্ন হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা ও পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার বলেন, ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বর্জ্য রাখার পাত্র না থাকার কারণে জরিমানা করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও, ভিডিও ব্যবহার করা বেআইনি।