ঢাকামঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

মঞ্চে টাকা ছুঁড়ে আসায় মেজাজ হারালেন আয়ুষ্মান

রূপসী বাংলা ২৪.কম
নভেম্বর ১৯, ২০২৪ ৩:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

গত শনিবার আমেরিকার একটি মঞ্চে পারফর্ম করেন বলিউড তারকা আয়ুষ্মান খুরানা। সেখানে গান গাওয়ার প্রস্ততি নিচ্ছিলেন তিনি। তখনই এক অনুরাগী মঞ্চের দিকে ছুড়ে দেন ডলার! আর এতেই মেজাজ হারান ভারতীয় এই গায়ক। গানের পাশাপাশি একাধারে অভিনয়ও করেন আয়ুষ্মান। অভিনয়ের সঙ্গে তার কণ্ঠেরও অনুরাগী অসংখ্য। তার রয়েছে নিজস্ব একটি ব্যান্ড দল ‘আয়ুষ্মান ভব’। সেই ব্যান্ডদল নিয়েই গিয়েছিলেন আমেরিকা।

আয়ুষ্মান যখন মঞ্চে ওঠেন, মুহূর্তে তার গানের মূর্ছনায় মেতে ওঠেন শ্রোতারা। ‘ভিকি ডোনর’ ছবির জনপ্রিয় গান ‘পানি দা’ গাওয়ার পর বিরতির প্রস্তুতি নিচ্ছিলেন আয়ুষ্মান। তখনই এক অনুরাগী মঞ্চের দিকে ছুড়ে দেন ডলার। গায়ক-অভিনেতাকে উৎসাহ দিতেই এই কাণ্ড তার। কিন্তু এই দেখে চটে যান আয়ুষ্মান। ঘটনার আকস্মিকতায় তাৎক্ষণিক মেজাজ হারালেও পরক্ষণেই নম্রভাবে এমন কাজ না করার অনুরোধ জানান তিনি।

বিরতি নিতে যেয়েও ফিরে আসেন আয়ুষ্মান। হাতে মাইক নিয়ে অভিনেতা বলেন, “পাজি, এমন করবেন না দয়া করে। এ সব না করে আপনি দান করে দিন বরং অথবা অন্য কিছু করুন অনুগ্রহ করে। আমি আপনাকে খুব ভালোবাসি। আপনার যথেষ্ট সম্মান রয়েছে। তাই দানছত্র খুলে এই কাজটা করুন। কাউকে না দেখিয়ে, কাউকে না বলে এই অর্থ দান করে দিন। আমি এই টাকা দিয়ে কী করব বলুন?” আয়ুষ্মানের এই মন্তব্যে করতালিতে ভরিয়ে দেন শ্রোতারা। ফের গান শুরু করেন অভিনেতা তথা গায়ক। সামাজিক মাধ্যমেও আয়ুষ্মানের এই বক্তব্য ছড়িয়ে পড়েছে এবং প্রশংসিত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: