শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশা কেটে যাওয়ার পর শনিবার (২ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে, একইদিন ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে এ রুটে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে যাত্রী ও পণ্য পরিবহনে মারাত্মক ভোগান্তি দেখা দিয়েছিল।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, ভোরের দিকে ঘন কুয়াশা দেখা দেয়। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কেটে গেলে দ্রুত সময়ের মধ্যে ফেরি চলাচল আবার শুরু হয়। বর্তমানে এ রুটে ছোট-বড় মিলিয়ে ছয়টি ফেরি সক্রিয়ভাবে চলাচল করছে। যাত্রী ও পণ্যবাহী যানবাহনের জন্য ফেরি চলাচল শুরু হওয়ায় সবার মধ্যে স্বস্তি ফিরেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।