ঢাকাসোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

গাছ কাটতে নিষেধ করায় হামলা : শিশু সহ আহত ২

রূপসী বাংলা ২৪.কম
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর শহর সংলগ্ন রঘুনাথপুরে নিজস্ব বনায়নের গাছ কাটতে নিষেধ করায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় শিশুসহ দুজন আহত হয়েছে। চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রঘুনাথপুর হাজী আঃ লতিফ খান বাড়িতে ২৮ সেপ্টেম্বর শনিবার সকালে এ ঘটনা ঘটে। এ বিষয়ে পুরাণবাজার পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন মোঃ মাসুকুর রহমান (৪১) ও আফনান খান (৯)। তাদের চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মোঃ মাসুকুর রহমান অভিযোগ করে বলেন, আমার বাবার সম্পত্তির ৩০ শতাংশ জায়গা জুড়ে বাবা নিজে বিভিন্ন ধরনের গাছপালা লাগিয়েছেন। গাছগুলোর বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। ঘটনাস্থলে গিয়ে তাদের গাছ কাটতে নিষেধ করি। নিষেধ করায় শ্রমিকরা গাছ কাটা বন্ধ রাখে।
কিছুক্ষণের মধ্যে কালা ফারুকের নেতৃত্বে হেলাল গাজী ও নয়নসহ গাছ কাটা শ্রমিকরা আমার ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে হেলাল দা দিয়ে আমাকে মাথায় কোপ দেয় এবং ঘুষি মেরে নাক ফাটিয়ে ফেলে। আর ছোট ভাতিজাকেও মারধর করে আহত করে।
এ সময় আশপাশের লোকজন চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। হামলার অভিযোগের বিষয়ে কালা ফারুক ও হেলাল গাজীকে মুঠোফোনে ফোন করলেও তারা ফোন ধরেননি।
এ ব্যাপারে পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির এসআই আরিফুর রহমান বলেন, হামলার বিষয়ে অভিযোগ হয়েছে। আমরা ঘটনার সাথে সাথে গিয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: