ঢাকাসোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

জীবন পাল্টে দিতে পারে এ পি জে আব্দুল কালামের এই ১০ বাণী

রূপসী বাংলা ২৪.কম
সেপ্টেম্বর ৯, ২০২৪ ৬:২১ পূর্বাহ্ণ
Link Copied!

ভারতের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের এই ১০টি বাণী আপনার জীবন বদলে দিতে পারে। জীবনে চলার পথে নানাভাবে আপনাকে অনুপ্রাণিত করবে তার বাণীগুলো। এর মাধ্যমে নিজের জীবন নিয়ে আশাবাদী তো হবেনই, গড়তে পারবেন নিজেকে। এ পি জে আব্দুল কালাম বলেছিলেন, স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও। স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখ, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না।

২। তুমি যদি সূর্যের মত আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মত পুড়তে শেখো।

৩। সবসময় মাথায় রাখবে কঠিন কাজ বেশি আনন্দ দেয়। তাই যত কঠিন কাজে সাফল্য পাবে, তত মনের ভেতরে আনন্দ বেশি হবে।

৪। কাউকে হারিয়ে দেওয়া সহজ। তবে আসল কাজ হল কারও মন জয় করা। সেই চেষ্টা করা উচিত সবসময়।

৫। একবার সাফল্য পেয়ে বসে যেও না। সেক্ষেত্রে পরেরবার ব্যর্থ হলে বাকিরা বলবে যে আগের বার ভাগ্যের জন্য সাফল্য পেয়েছিলে। তোমার পরিশ্রমের মূল্য দেবে না কেউ তখন।

৬। একটা গোটা দেশ ও জাতিকে বদলাতে পারে তিনজনই। তারা হলেন মা, বাবা ও শিক্ষক।

৭। একটা কথা সবসময় মাথায় রাখবে যে জীবনে সমস্যা থাকবেই। আর সমস্যার প্রয়োজনও আছে। সমস্যা আছে বলেই সাফল্য পাওয়ার পর এত আনন্দ হয়।

৮। যে ভালো শিক্ষার্থী যে সবসময় প্রশ্ন করে। প্রশ্ন করার সুযোগ করে দেওয়া উচিত। তা না হলে কেউ শিখতে পারে না।

৯। ছাত্রজীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম। কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছি, হয়ে গেছি রকেট বিজ্ঞানী।

সবচেয়ে মজাদার একটি কথা বলেছিলেন ভারতের এই প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি। তিনি বলেছিলেন, একটা গোটা জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: