মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৪ এর সফল উৎক্ষেপণ করেছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছিল। স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের অধীনে অগ্নি-৪ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে।
অগ্নি-৪ এর সফল পরীক্ষা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ এটি ভারতের পারমাণবিক প্রতিরোধ কর্মসূচির অংশ। অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪ হাজার কিলোমিটারেরও বেশি। চলতি বছরের এপ্রিলে ওড়িশা উপকূলের আবদুল কালাম দ্বীপ থেকে ১০০০ থেকে ২০০০ কিলোমিটার দূরে নতুন প্রজন্মের পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি প্রাইম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল ভারত।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।