বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩৮ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তাদের বদলি ও পদায়ন করে পৃথক আদেশ জারি করা হয়েছে।
বদলিকৃতদের মধ্যে ৮ জন অধ্যাপক, ১৮ জন সহযোগী অধ্যাপক, ১১ জন সহকারী অধ্যাপক এবং একজন প্রভাষক রয়েছেন।
বদলি আদেশে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩৮ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের যোগদান করতে বলা হয়েছে।
ইতোমধ্যে যারা যোগদান করেছেন নতুন করে যোগদান করার প্রয়োজন নেই। অবিলম্বে এই নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।