ঢাকামঙ্গলবার , ২৪ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

অনন্যা নাট্যগোষ্ঠীর গৌরবের ৫০ বছরে পদার্পণ

রূপসী বাংলা ২৪.কম
অক্টোবর ২৪, ২০২৩ ৭:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্বাধীনতোত্তর বাংলাদেশে যে নবতর নাট্যচর্চার সূচনা হয়েছিলো, চাঁদপুরে অনন্যা নাট্যগোষ্ঠী সে নাট্যচর্চার অন্যতম অংশীদার। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ১৯৭৪ সালের ২৪ অক্টোবর অনন্যা নাট্যগোষ্ঠী চাঁদপুরে নাট্যচর্চা শুরু করে। সময়ের সিঁড়ি বেয়ে সেই নাট্যগোষ্ঠী আজ ২৪ অক্টোবর ২০২৩ গৌরবের ৫০ বছরে পা রাখতে যাচ্ছে।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত সদস্য সংগঠন অনন্যা নাট্যগোষ্ঠীর শুধু চাঁদপুর জেলায় নয়, বাংলাদেশের সর্বত্র সুনাম রয়েছে। অনন্যার গৌরবের ৫০ বছর পদার্পণে অনন্যা পরিবার আয়োজন করেছে আজ ২৪ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেককাটা অনুষ্ঠান। বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে। এছাড়া ৫০ বছর পদার্পণ উপলক্ষে নিজস্ব প্রযোজনা ভিত্তিক ৫ দিনব্যাপী নাট্যোৎসব ‘ফিরে দেখা’র আয়োজন করা হয়েছে। যা শুরু হচ্ছে আগামী ৫ নভেম্বর রোববার থেকে ৯ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। ৫ দিনব্যাপী নাট্যোৎসবে রয়েছে অনন্যার নিজস্ব প্রযোজনা মলিয়েরের হাসির নাটক ‘ঘর জামাই’, সামাজিক ও পারিবারিক নাটক ‘সুবচন নির্বাসনে’, কাজী নজরুল ইসলামের ছোটগল্প অবলম্বনে নাটক ‘রাক্ষুসী’, ঐতিহাসিক নাটক ‘নবাব-সিরাজ-উদ্দৌলা’ ও লোক কাহিনীর গীতিময় নাটক ‘রূপভান’। প্রতিটি নাটকই জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে অনুষ্ঠিত হবে। এ জন্যে চলছে ব্যাপক প্রস্তুতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: