ঢাকাসোমবার , ২৩ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

ঢাকায় আইনজীবী মহাসমাবেশে যোগ দিয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী পরিষদ চাঁদপুরের নেতৃবৃন্দ

রূপসী বাংলা ২৪.কম
অক্টোবর ২৩, ২০২৩ ৪:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবী মহাসমাবেশে যোগ দিয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।  ২১ অক্টোবর শনিবার দুপুরে মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রী সুপ্রিমকোর্ট এলাকায় বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ বার কাউন্সিলের বেনাভোলেন্ট ফান্ডে প্রধানমন্ত্রীর কল্যাণ ফান্ড থেকে ৩০ কোটি টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন।

ঢাকায় আইনজীবী মহাসমাবেশে সভাপতিত্ব করেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। ঢাকায় আইনজীবী মহাসমাবেশ উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডঃ আহছান হাবীব ও সাধারণ সম্পাদক অ্যাডঃ সাইদুল ইসলাম বাবুর নেতৃত্বে শতাধিক আইনজীবী ঢাকা যান।
সংগঠনের সদস্য ও সিনিয়র আইনজীবী অ্যাডঃ বদরুল আলম চৌধুরীর সাথে এই প্রতিবেদককের আলাপ হলে তিনি বলেন, আমাদের চাঁদপুর জেলার আইনজীবী নেতৃবৃন্দ শনিবার সকালে নবনির্মিত বাংলাদেশ বার কাউন্সিল ভবন ও আইনজীবী মহাসমাবেশে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: