ঢাকারবিবার , ২২ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ কারাগারে

রূপসী বাংলা ২৪.কম
অক্টোবর ২২, ২০২৩ ৩:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের সন্তান জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে গ্রেপ্তার ও আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়েছে। গত ১৮ অক্টোবর ঢাকা সমাবেশের আগের দিন মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শেওড়া পাড়া এলাকা থেকে কাফরুল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আবুল কালাম আজাদকে তার শেওড়া পাড়ার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কাফরুল থানা পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ সূত্র জানায়, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে করা আরেক মামলায়ও আবুল কালাম আজাদকে গ্রেপ্তার দেখানো হতে পারে। এ ছাড়াও তার বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি ঘিরে জ্বালাও পোড়াওয়ের অভিযোগ রয়েছে। এর আগেও আন্দোলন কর্মসূচি পালন করতে গিয়ে আবুল কালাম আজাদ গ্রেফতার হয়ে কারাবরণ করেছিলেন।
বিএনপির কেন্দ্রীয় এই নেতার বাড়ি চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া বড় খান বাড়ি।
এদিকে তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে রাজনৈতিক হয়রানিমূলক মামলায় গ্রেফতারের তীব্র প্রতিবাদ, নিন্দা জানিয়ে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: