ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর ঘটনায় ২১ অক্টোবর শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশ। রাষ্ট্রীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা দেয় সরকার। সরকারের এই নির্দেশনাটি পালন করেনি বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ। গতকাল ২১ অক্টোবর শনিবার জাতীয় পতাকা টানায়নি কলেজটি।
এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক নেতা, বলাখাল এলাকার সমাজসেবক তসলিম আলম শিশির জানান, লোক মুখে শুনে শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখি, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের পতাকা স্ট্যান্ডে কোনো পতাকা নেই।
রাষ্ট্রীয় শোক দিবসে পতাকা টানানো হয়নি এমন বিষয়ে কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির চক্রবর্তী মুঠোফোনে জানান, আমাদের কলেজ বৃহস্পতিবার বন্ধ হয়ে গেছে। এ জন্যে বিষয়টি আমি জানতাম না।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।