শাহরাস্তিতে জেলা প্রশাসন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা হতে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে বিয়াম ল্যাবরেটরী স্কুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সূচীপাড়া ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, বাংলা বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম ও বিয়াম ল্যাবরেটরী স্কুলের শিক্ষিকা কানিজ ফাতেমাতুজ জোহরা। প্রতিযোগিতায় কুইজ ও বহু নির্বাচনী প্রশ্নে ৯ম ও ১০ম শ্রেণি (বিজ্ঞান) ক্যাটাগরীতে চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ১ম, ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় ২য় ও নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ৩য় স্থান লাভ করে। ৯ম ও ১০ম শ্রেণি (মানবিক ও ব্যবসায় শিক্ষা) ক্যাটগরীতে দক্ষিণ সূচীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ১ম, নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় যৌথভাবে ২য় স্থান ও সূচীপাড়া উচ্চ বিদ্যালয় ৩য় স্থান লাভ করে। এছাড়া প্রতিযোগিতায় ৬ষ্ঠ ও ৭ম শ্রেণি ক্যাটাগরীতে রাগৈ উচ্চ বিদ্যালয় ১ম ও সূচীপাড়া উচ্চ বিদ্যালয় ২য় স্থান লাভ করে। প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। উপস্থিত ছিলেন বিচারকমণ্ডলী, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।