চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর জেলার ৯নং বালিয়া ইউনিয়নের কুমুরুয়া সূর্য রায় নন্দী সপ্রাবি। মঙ্গলবার ১৭ অক্টোবর সকাল ১০টায় চট্টগ্রাম এম. এ. আজিজ স্টেডিয়ামে এই বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে অংশ নেয় কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ঝলম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের কুমুরুয়া সূর্য রায় নন্দী সপ্রাবি। ফাইনালে চাঁদপুর দলের নুরনবী সাকিবের হ্যাটট্রিকে ঝলম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জিতে নেয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।