চাঁদপুরের পাঠকপ্রিয় অন্যতম নিয়মিত ‘দৈনিক শপথ’ পত্রিকাটি সরকারি বিজ্ঞাপন (ডিএফপি) তালিকাভুক্ত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) রোকসানা আক্তার স্বাক্ষরিত প্রত্যয়নপত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
গতকাল রোববার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ১৫.৫৭.০০০০.০০৭.০১.০২৪.২২/১০৭৭ নং স্মারকে সরকারি মিডিয়া তালিকাভুক্তি সংক্রান্ত প্রত্যয়নপত্র গ্রহণ করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাদের পলাশ।
এ প্রসঙ্গে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক কাদের পলাশ বলেন, বর্তমান সময়ে একটি পত্রিকা মিডিয়াভুক্ত করা খুবই কঠিন। কারণ অনেক প্রক্রিয়া সম্পন্ন করে প্রত্যয়নপত্র পেতে হয়। দৈনিক শপথ ইতঃমধ্যে চাঁদপুর জেলার মানুষের কাছে বস্তুনিষ্ঠ পত্রিকা হিসেবে সুখ্যাতি পেয়েছে। কারণ শপথ সত্য ও সুন্দরের কথা বলে। শপথের অগ্রযাত্রায় পূর্বের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান সম্পাদক কাদের পলাশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।