চাঁদপুরের ১০ম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিয়েছেন মোঃ নূরুল আলম সিদ্দিক। ১৪ সেপ্টেম্বর সকালে নতুন কর্মস্থলে এসে তিনি যোগ দেন। সকাল ১১টায় নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নেতৃবন্দ। উপস্থিত ছিলেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এ.টি.এম. মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম. রফিকুল হাসান রিপন, সহ-সভাপতি অ্যাডঃ তৌহিদুল ইসলাম তরুণ, জয়েন্ট সেক্রেটারী অ্যাডঃ মেরাজ সিদ্দিকী, জেনালের অডিটর অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরাম, আপ্যায়ন সম্পাদক অ্যাডঃ রেজাউর রহমান শাওনসহ অন্য আইনজীবীরা।
চাঁদপুরের নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুুুরুল আলম সিদ্দিক চাঁদপুরে যোগদানের পূর্বে পাশর্^বর্তী শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জেলা দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।