ঢাকাশনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আবহাওয়া
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. কবিতা
  10. কৃষি ও প্রকৃতি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকুরি
আজকের সর্বশেষ সবখবর

নূরুল আলম সিদ্দিককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা আইনজীবী সমিতি

রূপসী বাংলা ২৪.কম
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৩:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

 চাঁদপুরের ১০ম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিয়েছেন মোঃ নূরুল আলম সিদ্দিক। ১৪ সেপ্টেম্বর সকালে নতুন কর্মস্থলে এসে তিনি যোগ দেন। সকাল ১১টায় নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নেতৃবন্দ। উপস্থিত ছিলেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এ.টি.এম. মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম. রফিকুল হাসান রিপন, সহ-সভাপতি অ্যাডঃ তৌহিদুল ইসলাম তরুণ, জয়েন্ট সেক্রেটারী অ্যাডঃ মেরাজ সিদ্দিকী, জেনালের অডিটর অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরাম, আপ্যায়ন সম্পাদক অ্যাডঃ রেজাউর রহমান শাওনসহ অন্য আইনজীবীরা।
চাঁদপুরের নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুুুরুল আলম সিদ্দিক চাঁদপুরে যোগদানের পূর্বে পাশর্^বর্তী শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জেলা দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও, ভিডিও ব্যবহার করা বেআইনি।