৮ সেপ্টেম্বর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পর্যায়ের পাশাপাশি জেলা পর্যায়েও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্যাপন করা হয়েছে। সে ধারাবাহিকতায় চাঁদপুর জেলা প্রশাসন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় দিবসটি উদ্যাপন করেছে। দিবসটি উপলক্ষে গতকাল সকাল ১০টায় চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে উদ্যাপনের সূচনা করেন। র্যালি শেষে চাঁদপুর সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এখন শুধু সাক্ষরতা নয় বরং কর্মমুখী ও প্রায়োগিক উচ্চ শিক্ষায় নাগরিকদের দীক্ষিত হতে তিনি সুধী সমাজসহ সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।