ঢাকাবুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

ফরিদগঞ্জে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রূপসী বাংলা ২৪.কম
সেপ্টেম্বর ৬, ২০২৩ ৬:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদগঞ্জে নিখোঁজের ৪ দিন পর মোঃ আব্দুল সাত্তার (৮৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে। উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের বালিচাটিয়া গ্রাম ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। মৃত আব্দুল সাত্তার একই উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। তিনি ৪ মেয়ে ও ৩ পুত্র সন্তানের জনক।
মৃতের বড় ছেলে মোঃ শহীদ হোসেন জানান, গত ৪ দিন পূর্বে শনিবার তার বোন পারুলের বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। নিখোঁজ হওয়ার পর থেকে তার সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে মাইকিং করেও তার খোঁজ করা হয়।
অবশেষে ৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বালিচাটিয়া গ্রামের নোয়া রাজা খাঁন বাড়ির পাশে একটি ডোবাতে অজ্ঞাত মরদেহ দেখতে পায় ওই এলাকার জহির হোসেন নামের এক যুবক। এ সময় তিনি ডাক-চিৎকার দিলে মুহূর্তের মধ্যে স্থানীয়রা এসে জড়ো হয়ে পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আব্দুল সাত্তারের বড় ছেলে মোঃ শহীদ হোসেন বাবার মরদেহ শনাক্ত করে।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ মন্ডল জানান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ) সার্কেল পংকজ কুমার দেসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করে মৃতের মরদেহ উদ্ধার করি। এ সময় তার স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আইনী বিধান মেনে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: