আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের সাবেক আরএমও ও চাঁদপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডাঃ এএইচএম সুজাউদ্দৌলা রুবেলের মৃত্যুতে শোক জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। এক শোকবার্তায় তিনি বলেন, কোভিড-১৯-এর সম্মুখসারির যোদ্ধা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সাবেক আবাসিক মেডিকেল অফিসার ও চাঁদপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডাঃ সুজাউদ্দৌলা রুবেলের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।