আদালত চলাকালীন সময়ে আইনজীবীর সাথে অসদাচরণ করায় চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)-এর কোর্ট বর্জন করেছেন আইনজীবীরা। একই সাথে এই ধরনের আচরণের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার জন্য জরুরি সাধারণ সভা ডেকেছে জেলা আইনজীবী সমিতি।
২৮ আগস্ট সোমবার দুপুরে আদালত চলাকালীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এএসএম মোসা আইনজীবী ফারুক মিয়াজীর সাথে অসদাচরণ করেন এবং তাকে ‘স্টুপিড’ বলে সম্বোধন করেন। ওই সময় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক অ্যাডঃ এজেডএম রফিকুল হাসান রিপনসহ সিনিয়র আইনজীবীরা আদালতে উপস্থিত থাকায় তাৎক্ষণিক আদালত বর্জন করেন।
এ বিষয়ে সিনিয়র আইনজীবী জসিম উদ্দিন ভূঁইয়া মিঠু জানান, এডিএম কোর্টে আজকে আইনজীবী ফারুক হোসেন মিয়াজী একটি মামলার শুনানিতে উপস্থিত হন। ওই মামলাটি এর পূর্বে তদন্ত করার জন্যে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্যাহকে দায়িত্ব দেয়া হয়। তিনি তদন্ত করে মামলার প্রতিপক্ষ সম্পত্তি দখলে আছেন মর্মে এডিএম কোর্টে রিপোর্ট দেন। আইনজীবী ফারুক মিয়াজী ওই প্রতিবেদন সংক্রান্ত রিপোর্টের কপি হাতে পান এবং রিপোর্ট গ্রহণের বিষয়ে আলোচনা হলে এডিএম বলেন, এই রিপোর্ট গ্রহণ করা যাবে না। উত্তরে আইনজীবী ফারুক মিয়াজী বলেন, কেন গ্রহণ করা যাবে না ? আপনি নিজেইতো এসি ল্যান্ডকে দায়িত্ব দিয়েছেন তদন্ত করার জন্যে। তখন এডিএম ক্ষিপ্ত হয়ে কোর্ট পুলিশকে ওই আইনজীবীকে তাৎক্ষণিক অ্যরেস্ট করার জন্যে বলেন এবং ‘স্টুপিড’ বলে সম্বোধন করেন। এই ধরনের আচরণ কোনো বিচারকের কাছ থেকে কোনোভাবে কাম্য নয়।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এজেডএম রফিকুল হাসান রিপন জানান, আইনজীবী ফারুক হোসেন মিয়াজীর সাথে এডিএম অসদাচরণ করার বিষয়টি জানতে পেরে আমরা নিয়মানুসারে সভাপতিসহ ওই আদালতে গিয়ে তাৎক্ষণিক আদালত বর্জন করি এবং এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার জন্য মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতিতে জরুরি সাধারণ সভা ডেকেছি।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এএসএস মোসা-এর সাথে দেখা করে বিষয়টি নিয়ে এ প্রতিবেদক জানতে চাইলে তিনি কোনো বক্তব্য দিবেন না বলে জানান।
চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসানকে এডিএম-এর সাথে আইনজীবীদের অসদাচরণ এবং কোর্ট বর্জন বিষয়ে জানানো হয়। তিনি বলেন, আমি বাইরে ছিলাম। বিষয়টি জানতাম না। আমি খোঁজ-খবর নিয়ে দেখছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।