ঢাকামঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা

রূপসী বাংলা ২৪.কম
আগস্ট ২৯, ২০২৩ ৪:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির ৭ম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ আগস্ট) বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক।
সভায় সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আগস্ট মাস শোকের মাস। এ শোকের মাস এলেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদের কথা মনে পড়ে যায়। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, দেশটি স্বাধীন হয়েছে বলেই আজকে আমরা বাংলাদেশের সংবিধানের আলোকে বিচার কার্যক্রম পরিচালনা করছি।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিগ্যাল এইডকে একটা সাংগঠনিক রূপ দিয়েছেন। সারাদেশে বিচার অঙ্গণে লিগ্যাল এইড একটি আলোচিত সংস্থা।
তিনি আরও বলেন, চাঁদপুর জেলায় আগস্ট মাসে সর্বমোট ৪০টি আবেদন জমা পড়ে। তার মধ্যে ১৩টি নিষ্পত্তি হয়েছে। ৩৫% সফলতা এটা নিশ্চয়ই কম নয়। এটা অবশ্যই লিগ্যাল এইডের সাফল্য। এটা একটা ভালো বার্তা। কয়েকদিন আগে সুপ্রীম কোর্টের লিগ্যাল এইড চেয়ারম্যান মাননীয় বিচারপতি নাইমা হায়দার চাঁদপুর এসেছেন, তাঁর উপস্থিতিতে আমাদের সভাটি অনেক সফলতার সাথে অনুষ্ঠিত হয়েছে। আমাদের কার্যক্রমে যে সহযোগিতা পাচ্ছি, ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহতভাবে চাচ্ছি।
জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোঃ সাকিব হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.এস.এ. মোসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, বেসরকারি কারা পরিদর্শক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেল সুপার মুনির হোসেন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এ.টি.এম. মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক অ্যাডঃ এ জেড এম রফিকুল ইসলাম রিপন, জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ রনজিত রায়, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ জাহিদুজ্জামান, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী অ্যাডঃ ফরিদা ইয়াসমিন আলো প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: