ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ গ্র্যাজুয়েট স্টাডিজ গবেষণার জন্য দ্য অ্যাডাপটেশন রিসার্চ অ্যালায়েন্সন্স (এআরএ) কর্তৃক ২০২৩ সালের মর্যাদাপূর্ণ গ্রাসরুট অ্যাকশন রিসার্চ মাইক্রো-অনুদান প্রাপ্তির গৌরব অর্জন করেছে। দ্য অ্যাডাপটেশন রিসার্চ অ্যালায়েন্সন্স (এআরএ) গবেষক, নীতি নির্ধারক, তহবিলদাতা, উন্নয়ন সংস্থা এবং সম্প্রদায়-কেন্দ্রিক সত্তাসহ সম্মানিত বিশ্ব বিশেষজ্ঞদের সমন্বয়ে জলবায়ু-স্থিতিস্থাপক ভবিষ্যৎকে উন্নীত করে এমন অভিযোজন প্রচেষ্টা চালানোর জন্য নিবেদিত। অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ থেকে অতিরিক্ত সমর্থন সহ কনসোর্টিয়াামের প্রচেষ্টাগুলো ইউকে ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস থেকে উদারভাবে সমর্থিত।
উল্লেখ্য, ২০২৩ সালে অ্যাডাপটেশন রিসার্চ অ্যালায়েন্সন্স গ্লোবাল সাউথ থেকে ৩০টি ব্যতিক্রমী প্রকল্পের স্বীকৃতি দিয়েছে, যার সবক’টি স্থানীয় স্থিতিস্থাপকতা-নির্মাণের উদ্যোগকে লালন করে পরিচালিত।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরস্কার বিজয়ী প্রকল্পটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সুবিধাবঞ্চিত গর্ভবতী নারীদের মুখোমুখি হওয়া গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর উপর আলোকপাত করে। মিতব্যয়ী প্রযুক্তি ব্যবহার করে এবং একটি সম্প্রদায়-চালিত মডেল গড়ে তোলার মাধ্যমে এই উদ্যোগটি বাংলাদেশে উপেক্ষিত এবং প্রান্তিক উপকূলীয় গর্ভবতী নারী সম্প্রদায়ের স্বাস্থ্যের অবস্থা উন্নত করতে কাজ করছে। এই অ্যাকশন গবেষণা একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করবে এবং এই দুর্বল গোষ্ঠীগুলোর জন্যে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সমাধান প্রদানের প্রচেষ্টাকে গাইড করবে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ গ্রাজুয়েট স্টাডিজ (এফজিএস)-এর ডিন প্রফেসর ড. মোঃ কবিরুল ইসলাম, এই প্রকল্পের দলনেতা জানান, ‘আমরা সম্প্রদায়কেন্দ্রিক গবেষণা এবং কর্মের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে স্বীকৃতি দেওয়ার জন্য দ্য অ্যাডাপটেশন রিসার্চ অ্যালায়েন্সন্স-এর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এই অনুদান আমাদের লক্ষ্যকে আরও এগিয়ে নিতে এবং যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের কাছে আমাদের নাগাল প্রসারিত করার ক্ষমতা বৃদ্ধি করবে। আমরা নিশ্চিত যে এই প্রকল্পটি বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীর জনস্বাস্থ্যের উন্নয়নে নতুন আশার সঞ্চার করবে।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।