ঢাকাসোমবার , ২৮ আগস্ট ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

১৫ হতে ২১ সেপ্টেম্বর হবে ১৫তম জাতীয় ইলিশ উৎসব

রূপসী বাংলা ২৪.কম
আগস্ট ২৮, ২০২৩ ৩:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের মধ্যে এই প্রথম কোনো মফস্বল জেলা শহরে একটি সাংস্কৃতিক সংগঠনের দ্বারা পর পর একই বিষয়ে ১৫টি উৎসব উদযাপন করার রেকর্ড অর্জন করতে যাচ্ছে চাঁদপুরের যে সাংস্কৃতিক সংগঠনটি, সেটি হচ্ছে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন। দেশের অর্থনীততে অন্যতম জিআই পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত বিশ্বখ্যাত জাতীয় মাছ ইলিশকে নিয়ে নানামুখী উদ্যোগ গ্রহণ করার এই উৎসবটি চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে চলতি বছরের ১৫ থেকে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।  এই উৎসব উদযাপনে চূড়ান্ত প্রস্তুতি চলছে বলে জানান আয়োজক সংগঠনের মহাসচিব এবং ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশীদ।

১৫তম জাতীয় ইলিশ উৎসব উদযাপনের প্রাক্কালে এবার যাদের নিয়ে গঠিত হয়েছে চতুরঙ্গের উপদেষ্টা পরিষদ : প্রধান উপদেষ্টা : লেঃ এমএ ওয়াদুদ (অবঃ), যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, জেলা কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর জেলা ইউনিট; সম্মাননীয় উপদেষ্টা : বিশিষ্ট আইনজীবী রোটাঃ অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মৎস্য রপ্তানিকারক লায়ন দিলীপ কুমার ঘোষ, চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত, বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, ইয়র্ক ফ্যাশন, বিসিক চাঁদপুর-এর চেয়ারম্যান সেলিম খান, শিক্ষাবিদ মোঃ আলমগীর হোসেন বাহার, স্বর্ণপদক প্রাপ্ত সমবায়ী মোঃ জসীম উদ্দিন শেখ, লেখক ও ছড়াকার ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, নাট্য সংগঠক শহীদ পাটোয়ারী, সংস্কৃতিসেবী রোটাঃ মোঃ শবে-বরাত সরকার, রোটাঃ তোফায়েল আহম্মেদ শেখ, রোটাঃ মনিরুল ইসলাম, রোটাঃ ডাঃ মাসুদ হাসান, জয়নাল আবেদীন জনু, পরেশ মালাকার ও সাংস্কৃতিক সংগঠক তপন সরকার। চতুরঙ্গ নির্বাহী পরিষদের চেয়ারম্যান : অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, ভাইস চেয়ারম্যান কৃষ্ণা সাহা ও সাধনা সরকার, মহাসচিব : হারুন আল রশীদ, যুগ্ম মহাসচিব : মৃনাল সরকার ও তামীম আহমেদ সুমন, পরিচালক (সংগীত) অনিতা কর্মকার, পরিচালক (অর্থ) জসীম মেহেদী, পরিচালক (চিত্রকলা) মনির হোসেন মান্না, পরিচালক (তথ্য ও সস্প্রচার) শাহরিয়ার পলাশ, পরিচালক (প্রকাশনা) মানিক দাস, পরিচালক (অনুষ্ঠান) শুভ্র রক্ষিত, পরিচালক (নাট্যকলা) মোঃ রাজীব চৌধুরী, পরিচালক (সেমিনার) মেহেদী হাসান জীবন, পরিচালক (প্রচার) এমএইচ বাতেন ও পরিচালক (নৃত্য) রাশেদুল রাব্বী।

উৎসব কমিটির সমন্বয়ক : শরীফ চৌধুরী, জিএম শাহীন, রাজন চন্দ্র দে, ডাঃ প্রভাষক শেখ মহসীন, মোবারক হোসেন শিকদার, রোটাঃ মাহবুবুর রহমান সুমন, গোলাম মোস্তফা, রোটাঃ উজ্জ্বল হোসাইন, অ্যাডঃ চৌধুরী ইয়াছিন ইকরাম, কেএম মাসুদ, মিঠুন বিশ্বাস, এমআর ইসলাম বাবু, মুহাম্মদ ফরিদ হাসান, দীপক রায়, মাইনুল ইসলাম মানিক, ভিভিয়ান ঘোষ, পি.এম. বিল্লাল হোসাইন, শারমিন আক্তার জুঁই, সুমনা বেগম সুমি, নাজনীন আকতার, কালাম আহমেদ, ফৌজিয়া হোসেন পুতুল ও সোলাইমান হোসেন নীরব।

উৎসবের সাংস্কৃতিক পরিষদের সদস্যরা হচ্ছেন : পুনম মিত্র, ইতু চক্রবর্তী, খোকন দাস, অনির্বাণ সাহা, প্লাবন ভট্টাচার্য, আরিফ খান, নোমান রেজা রিয়াদ, অনিক নন্দী, রাবেয়া আকতার, মোহাম্মদ মামুন, অর্পিতা ঘোষ রক্ষিত, মোনায়েম হোসেন অন্তু, মুন্না ঘোষ, জয়ন্তী পাল। নৃত্য পরিষদের সদস্যরা হলেন : রিপন সরকার, সাহজাহান খান, বাপ্পী চৌধুরী, মোহাম্মদ মোবারক, রোমানা আকতার, কেয়া বর্মন, রফিকুল রাজু, ফাতেহা নদী, ইসরাত প্রীতি, নাজনীন মুন্নী, জাহিদ হাসান ও নাদিয়া।

উৎসব উদযাপন পরিষদ আলোচনা সাপেক্ষে নিম্ন লিখিত প্রস্তাবিত কর্মসূচি গ্রহণ করেছে : ৭ জন রাঁধুনীর ইলিশ রেসিপি প্রদর্শন ও উৎসবের ৭ দিনই ফুড কর্নার পরিচালনা। ব্যবস্থাপনায় : আমরা আলোকিত নারী, চাঁদপুর।

উৎসবের প্রতিদিনের কর্মসূচি : ১৫ সেপ্টেম্বর শুক্রবার, বিকেল ৪-৩০ মিঃ, রংধনু সৃজনশীল নৃত্য সংগঠন চাঁদপুর

মুক্ত ভাবনা :  ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর, বয়াতি, ঢাকা। অতিথি পর্ব-ইলিশ বিষয়ক গোলটেবিল বৈঠক, নৃত্যরাগ একাডেমি ঢাকা
১৬ সেপ্টেম্বর শনিবার, বিকেল ৪-৩০ মিঃ, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন চাঁদপুর, মুক্ত ভাবনাঃ- টেলিভিশন সাংবাদিক ফোরাম, উদয়ন সংগীত বিদ্যালয় চাঁদপুর, বাউল শিল্পী গোষ্ঠী চাঁদপুর, অতিথি পর্ব-ইলিশ বিষয়ক “গোলটেবিল বৈঠক ” কাদরী ডান্সট্রুপ ঢাকা
১৭ সেপ্টেম্বর রবিবার, বিকেল ৪-৩০ মিঃ  চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন চাঁদপুর, মুক্ত ভাবনাঃ-চাঁদপুর সাংস্কৃতিক চর্চাকেন্দ্র, লতিকা নৃত্যালয়, লক্ষীপুর জেলা, সুরধ্বনি একাডেমি চাঁদপুর, অতিথি পর্ব-ইলিশ বিষয়ক “গোলটেবিল বৈঠক ” প্রিয়া বিশ্বাস, নাবিয়া মিতুল- এর গান
১৮ সেপ্টেম্বর সোমবার,বিকেল ৪-৩০ মিঃ, রংধনু সৃজনশীল নৃত্য সংগঠন চাঁদপুর, ইলিশ বিষয়ক সংসদীয় বিতর্ক, নৃত্যধারা, চাঁদপুর, ককবরক ডান্স একাডেমি, খাগড়াছড়ি, অতিথি পর্ব-ইলিশ বিষয়ক “গোলটেবিল বৈঠক ” পুনম মিত্র ও বিপাশা ধর বীনার গান
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার, বিকেল ৪-৩০ মিঃ, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন চাঁদপুর, ইলিশ বিষয়ক সংসদীয় বিতর্ক, শ্রীমঙ্গল নৃত্যালয়, মৌলভীবাজার, অতিথি পর্ব-ইলিশ বিষয়ক “গোলটেবিল বৈঠক ” কোলকাতার -প্রদীপ্তা ভট্টাচার্য্য, বিট্টু মন্ডল, মৌ দত্ত বসু, অরিত্রিকা মুখার্জী
২০ সেপ্টেম্বর বুধবার, বিকেল ৪-৩০ মিঃ চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন চাঁদপুর, আমরা আলোকিত নারীর -ইলিশ রেসিপি প্রদর্শন, ইলিশ বিষয়ক সংসদীয় বিতর্ক, নারায়ণগঞ্জ হাওয়াইয়ান গিটার পরিষদ, অতিথি পর্ব-ইলিশ বিষয়ক “গোলটেবিল বৈঠক ” রিপন ডান্স টিম ঢাকা
২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার,বিকেল ৪ -৩০ মিঃ ইলিশ বিষয়ক সংসদীয় বিতর্ক, নৃত্যাঙ্গন চাঁদপুর, নৃত্যবৃতি, ঢাকা, ড.অর্পন রক্ষিত ও নিগার সুলতানা পপির গান, অতিথি পর্ব-ইলিশ বিষয়ক “গোলটেবিল বৈঠক “
কোলকাতার সুমন মন্ডল, সায়ন্তনী দত্ত, তৃষা দাস মন্ডল, মৌসুমী মতিলাল, অর্পিতা বিশ্বাস ও গোস্ট গোপাল দেবনাথ-এর পরিবেশনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: