চাঁদপুরে ক্রেতা সেজে জেলা হাসপাতাল প্রাঙ্গণসহ শহরের বিভিন্ন রাস্তার মোড়ে ডাবের দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অভিযোগে তিন জন ডাব বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকালে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, চাঁদপুর সদরের ৪ জায়গা : বাসস্টান্ড, কালী বাড়ি, ছায়াবাণীর মোড় এবং সদর হাসপাতালের সামনে ডাবের দাম ১২০ থেকে ১৫০ টাকায় আকার ভেদে বিক্রি করছে। এরপর অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদে উত্তর আসলো, ৭০ বা ৮০ টাকা করে কেনা পড়ছে। তাহলে এই অযৌক্তিক দাম কেন?
হাসপাতালে অনেক ডেঙ্গু রোগী ভর্তি, যাদের জন্যে ডাক্তার ডাবের পানি পান করার পরামর্শ দেন। অথচ এত বাড়তি দামে ডাব কেনা ভোক্তার জন্যে দুরূহ হয়ে পড়ছে। ভোক্তার স্বার্থ রক্ষার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় চাঁদপুর সদরে বাজার তদারকি অভিযান পরিচালনা করে তিন জন ডাব বিক্রেতাকে ২৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করে। এ সময় সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ টিম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।