ঢাকাবৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আবহাওয়া
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. কবিতা
  10. কৃষি ও প্রকৃতি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকুরি

পরকীয়ার জেরে প্রবাসীর আত্মহত্যা

রূপসী বাংলা ২৪.কম
আগস্ট ২৪, ২০২৩ ৪:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়ার বিষয় নিয়ে ঝগড়ার পর অভিমান করে মিজানুর রহমান নামে এক প্রবাসী বিষপানে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কমিউনিটি পুলিশের টহল সদস্য আদর্শ মুসলিম পাড়া এলাকার বাসিন্দা মুরাদ হোসেন প্রবাসী মিজানুর রহমানকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান (৫৫) প্রায় ২৭ বছর যাবত প্রবাসে জীবনযাপন করে আসছিলেন। তার পিতার নাম মৃত ওসমান পাটোয়ারী। তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের ৮নং ওয়ার্ড সকদি বড় পাটোয়ারী বাড়ি। বর্তমানে তার দুই ছেলে ইমরান ও রিফাত প্রবাসে রয়েছেন। তার ছোট ভাই মিন্টু পাটোয়ারী মাইক্রোচালক। পাঁচ বছর ধরে মিজানুর তার স্ত্রীকে নিয়ে শহরের বাসস্ট্যান্ড এলাকার মিজি বাড়িতে সবুজের বাসায় ভাড়া থাকতেন। তার স্ত্রী বেবি আক্তার বাসস্ট্যান্ড এলাকার ফয়সাল শপিং সেন্টারের দ্বিতীয় তলার চিকিৎসক মিন্টুর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে রোববার ঝগড়া সৃষ্টি হয়।

কমিউনিটি টহল পুলিশ সদস্য মুরাদ জানান, শহরের স্টেডিয়াম রোডস্থ এলাকায় রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে রাত সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হয়।

পুলিশ জানায়, বুধবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ চাঁদপুর মডেল থানা পুলিশকে অবগত করলে থানার ওসি মো. শেখ মুহসীন আলমের নির্দেশে এসআই আব্দুল কুদ্দুস (২) হাসপাতাল থেকে প্রবাসী মিজানুর রহমানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মৃত মিজানুর রহমান পরিচয় শনাক্ত করতে চাঁদপুর পিবিআই ইন্সপেক্টর শামীম আহমেদের নেতৃত্বে একটি টিম দীর্ঘ সময় ধরে কাজ করে।

বাড়ির মালিক সবুজ ও তার মামা সিয়াম জানান, মিজানের স্ত্রী বেবির সঙ্গে ফয়সাল মার্কেটের চিকিৎসক মিন্টুর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। এ নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া-বিবাদ হতো। এক মাস পূর্বে তার বড় ছেলেকে বিষয়টি জানানো হলে তিনি তাদেরকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য বলেন।

সবুজ আরো জানান, ছেলের নির্দেশ মতো তাদের স্বামী-স্ত্রী দুইজনকে বাসা থেকে বের করে দেওয়া হয়। তাদের বড় ছেলে বলেছেন; তিনি দেশে এসে তাদের বাবা-মার এ সমস্যার সমাধান করবেন। ঘরের মালামাল আমাদের হেফাজতে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। গত মঙ্গলবার মিজানুর রহমান চাঁদপুর আসেন। রাতে তিনি বাসার সামনে কীটনাশক খেয়ে রাস্তায় পড়ে থাকলে আমরা ও কমিউনিটি পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও, ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: