শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। ১৯ আগস্ট শনিবার সকালে শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সকালে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ইছাপুরা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ রফিকুল আলম মজুমদার তনু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মকবুল হোসাইন পাটোয়ারী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রাগ ও ধৈর্যহারা হলে চলবে না। সহনশীলততা ও উদার হতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এখন থেকেই লক্ষ্য ঠিক করতে হবে। আমি মনে করি ২৫ বছরের আগে রাজনীতি করা ঠিক হবে না। আগে শিক্ষা অর্জন করতে হবে, তারপর রাজনীতিতে জড়িত হলে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। শিশুরা সমাজের বিশৃঙ্খল পরিবেশের সাথে মিশে ধ্বংস হয়ে যাচ্ছে। শিশুদেরকে সঠিক পথে পরিচালিত করতে হবে। আমরা সবাই শুনি কিন্তু কাজে লাগাই না। খারাপ বিষয়গুলো পরিহার করে ভালো কিছু বুঝিয়ে দিতে হবে। তারা যেন শিক্ষণীয় বিষয়গুলো জানতে পারে। হালিম লিয়াকত জ্ঞান দানকারী সংগঠন নয়। আমরা উদ্বুদ্ধ করতে পারি আপনারা শিশুদের এগিয়ে নিতে হবে।
স্মৃতি সংসদের পরিচালক মোঃ খাজা নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের সমন্বয়ক মোঃ নুরুল আলম মামুন। বিশেষ বক্তা ছিলেন সদস্য সচিব মোঃ কামরুল হাসান বাবু, উপদেষ্টা হোসেন মীর, মাওলানা আঃ রহিম, মোঃ ফখরুল ইসলাম, সাবেক পরিচালক (সার্বিক) মোঃ ইব্রাহিম খলিল ও মোঃ হোসেন আলী পলাশ। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের নগদ অর্থ, ক্রেস্ট, সনদ ও গাছের চারা উপহার দেয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।