বঙ্গবন্ধু ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ১৯ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। চাঁদপুর নতুন বাজারস্থ বঙ্গবন্ধু ফাউন্ডেশন অফিসে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সভাপতি মোঃ মাসুদ আহাম্মদ। এ সময় বক্তব্য রাখেন ডাঃ হারুন অর রশীদ, সংগঠনের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রধানিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আনোয়ার উল্যাহ, অধ্যাপক শান্তিরঞ্জন দে, অধ্যাপক মোঃ তাজুল ইসলাম হাওলাদার, অধ্যাপক মঈনুদ্দিন ফিরোজ, অধ্যাপক মামুন হাওলাদার, অধ্যাপক সরোয়ার হোসেন, অধ্যাপক নাজমুল হোসেন, হান্নান মিয়াজীসহ জেলা কমিটির অন্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সম্পাদক রেজাউল করীম বিপ্লব। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানে ১৫ আগস্ট ঘাতকদের হাতে শহিদ বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া কর হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।