ঢাকাশনিবার , ১৯ আগস্ট ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আবহাওয়া
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. কবিতা
  10. কৃষি ও প্রকৃতি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকুরি

পাচারকালে ১২ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে কোস্টগার্ড

রূপসী বাংলা ২৪.কম
আগস্ট ১৯, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ১২ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে কোস্টগার্ড। শরীয়তপুর জেলার বালারবাজারে পাচারকালে মাদকের এ চালানটি ধরা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ১৬ আগস্ট বুধবার রাত ১০টায় কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর শহরে ডাকাতিয়া নদীর লন্ডনঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ডাকাতিয়া নদীর লন্ডনঘাট সংলগ্ন এলাকায় একটি স্টিল বডি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যগণ উক্ত স্টিল বডি ট্রলার তল্লাশি করে এবং ৩টি বাজারের ব্যাগে ৬টি প্যাকেটে মোট ১২ কেজি গাঁজা জব্দ করে। এ সময় ২জন মাদক কারবারিকে আটক করা হয়। তারা হলো মোঃ হারুনুর রশিদ মোল্লা (৩৮) ও মোঃ তারিভ খান (২০), গ্রাম : বালাকান্দি, পোঃ বালাবাজার, থানা : সখিপুর, জেলা : শরিয়তপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দকৃত মাদক (গাঁজা) কুমিল্লা হতে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর হয়ে ট্রলারযোগে শরিয়তপুর নিয়ে যাওয়া হচ্ছিলো। তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত ব্যক্তি, জব্দকৃত গাঁজা এবং স্টিল বডি ট্রলারটি চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও, ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: