ঢাকাশনিবার , ১৯ আগস্ট ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

সোস্যাল কেয়ার ইনফিনিটির চাঁদপুরে এই প্রথম চ্যারিটি ম্যারাথন

রূপসী বাংলা ২৪.কম
আগস্ট ১৯, ২০২৩ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে এই প্রথম পৌরসভার পৃষ্ঠপোষকতায় সোস্যাল কেয়ার ইনফিনিটির আয়োজনে চ্যারিটি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ আগস্ট শুক্রবার ভোর ৬টায় চাঁদপুর স্টেডিয়াম গেট থেকে ম্যারাথন রানাররা যাত্রা শুরু করে। রানাররা চাঁদপুর শহর প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধু সড়ক দিয়ে ওয়্যারলেছ বাজার হয়ে চাঁদপুর-কুমিল্লা সড়ক দিয়ে স্টেডিয়ামের প্রধান গেটে এসে সমাপ্ত হয়। রানাররা যখন শহর প্রদক্ষিণ করছিলো সেই দৃশ্যটি দেখতে সড়কের পাশে শত শত মানুষ দাঁড়িয়ে থাকে। সকাল ১০টায় স্টেডিয়ামে পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোস্যাল কেয়ার ইনফিনিটির সভাপতি সায়মুন সায়েম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি বলেন, চাঁদপুরে মিনি ম্যারাথনের যাত্রা শুরু হলো। আগামীতে দেশব্যাপী স্বনামধন্য রানারদের নিয়ে বড় পরিসরে ম্যারাথনের আয়োজন করা হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্লেমন ক্রিকেট একাডেমির পরিচালক শামিম ফারুকী। সঞ্চালনায় ছিলেন রিধিকা বিশ্বাস রিয়া। সংগঠনের কার্যকরী সদস্য রিমঝিম শীল খুশি, অর্ণব কুমার মজুমদার প্রান্ত, নিরব সরকার আপন, ইসরাক হায়দার চৌধুরী, রাহুল মণ্ডল, ত্রিতম ভৌমিক, হামিম রহমান হিমেল, বায়জিদ খান, তানজিম তাহের ফাহিম, প্রণব ঘোষ ও মাইনুল ইসলাম। পরে রানারদের মাঝে মেডেল, সার্টিফিকেট ও প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি ও পৃষ্ঠপোষক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: