ঢাকাশুক্রবার , ১১ আগস্ট ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

ছেংগারচর পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

রূপসী বাংলা ২৪.কম
আগস্ট ১১, ২০২৩ ৬:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

১০ আগস্ট বৃহস্পতিবার ছেংগারচর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ গ্রহণ করলেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাদের শপথ পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম।
শপথ গ্রহণ করেছেন ছেংগারচর পৌরসভার মেয়র আরিফ উল্লাহ সরকার (বাংলাদেশ আওয়ামী লীগ), সংরক্ষিত ১নং ওয়ার্ডের নারী কাউন্সিলর সালমা পাটোয়ারী, ২নং ওয়ার্ডের আকলিমা বেগম ও ৩নং ওয়ার্ডের নুরুন নাহার, সাধারণ কাউন্সিলর ১নং ওয়ার্ডের সবুজ মিয়া, ২নং ওয়ার্ডের মোঃ হারিছ খান, ৩নং ওয়ার্ডের মোঃ জাহাঙ্গীর আলম, ৪নং ওয়ার্ডের মোঃ শাহজালাল মুফতী, ৫নং ওয়ার্ডের আব্দুল মান্নান বেপারী, ৬নং ওয়ার্ডের আমান উল্লাহ সরকার, ৭নং ওয়ার্ডের আনোয়ার হোসেন, ৮নং ওয়ার্ডের শাহজাহান মোল্লা ও ৯নং ওয়ার্ডের বোরহান উদ্দিন।
১৭ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে ছেংগারচর পৌরসভার নির্বাচনে মেয়র ও কাউন্সিলরদের সরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। গত ২৬ জুলাই নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশনার।
আগামী ১২ আগস্ট ছেংগারচর পৌরসভার মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা যায়। মেয়র আরিফ উল্যাহ সরকার জানান, শপথ গ্রহণ করেছি। এবার আমার কাজ হলো জনগণকে সেবা পৌঁছে দেয়া। আশা করি জনগণকে সাথে নিয়ে উন্নয়নমূলক কাজগুলো করতে পারবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: