জাতীয় সংসদের কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মোঃ গোলাম হোসেন বলেছেন, আগস্ট মাস শোকাবহ মাস। এ মাসে ঘাতকরা জাতির পিতার বংশ নির্মূল করতে চেয়েছিল দেশী-বিদেশী শত্রুদের যোগসাজশে। কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি। ভাগ্যক্রমে জননেত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা বিদেশে থাকায় বেঁচে গেছেন। তাঁদের যোগ্য নেতৃত্বেই দেশ আজ পরিচালিত হচ্ছে। সেই শত্রুরা এখন বিএনপির ওপর ভর করে মাথাচাড়া দিয়ে উঠছে। আপনারা ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখুন, তাঁর পাশে থাকুন। তাঁর প্রতিনিধি হিসেবে আমার উপরও আপনারা আস্থা রাখুন। আমি আপনাদের সুখে-দুঃখে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। তিনি বলেন, হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে আমাকে আপনারা কতটুকু ভালোবাসেন। আপনাদের ভালোবাসাই আমার শক্তি ও প্রেরণা। আপনারা পাশে থাকলেই সকল বিপর্যয় মোকাবেলা করে নৌকার বিজয় সুনিশ্চিত করতে পারবো। তিনি বুধবার বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে কচুয়ার পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন মেম্বারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার, আব্দুল বাতেন সরকার, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহজাহান প্রধান, দপ্তর সম্পাদক মনির হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি পলাশ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।