শাহরাস্তির সূচীপাড়া ডিগ্রি কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আয়োজনে মধ্যে ছিল কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, জাতীয় সংগীত পরিবেশনা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত। বেলা দেড়টায় উপাধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপ্রধানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের প্রভাষক সাবিনা ইয়াসমিন ও শরীরচর্চা শিক্ষক ফারুকুল আলমের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, সহকারী অধ্যাপক মোঃ ওয়ালিউর রহমান মোল্লা, সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, শিক্ষার্থী নাদিয়া আক্তার, আবদুর রহমান নাঈম, নুশরাত জাহান নিশি প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোঃ ওয়ালিউর রহমান মোল্লা। উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।