কচুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিসহ নতুন ঘর পেলো ৩৮টি অসহায় পরিবার। গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ের ২য় ধাপে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কচুয়াসহ ১শ’ ২৩ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির, সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম, কচুয়া থানার অফিসার ইনচার্জ ইব্রাহীম খলিল, ইউপি চেয়ারম্যান কবির হোসেন ও আব্দুস সালাম সওদাগর, মুক্তিযোদ্ধা জাবের মিয়া, উপকারভোগী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্স শেষে অতিথিবৃন্দ উপকারভোগীদের মাঝে ভূমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।