ঢাকাশনিবার , ৫ আগস্ট ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আবহাওয়া
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. কবিতা
  10. কৃষি ও প্রকৃতি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকুরি

ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১

রূপসী বাংলা ২৪.কম
আগস্ট ৫, ২০২৩ ৮:১১ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল সংখ্যক মাদকসহ মোঃ আতিকুর রহমান দীপু (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার হয়েছে। ৪ আগস্ট শুক্রবার গভীর রাতে চাঁদপুর সদরের চাঁদখার বাজারস্থ কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উদ্ধারকরা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ৫শ’ বোতল ফেন্সিডিল, ১শ’৮০ বোতল মাদকদ্রব্য। এ সময় মাদক বহনকারী একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, বরাবরের মত চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পিপিএম, বিপিএম মাদক নির্মূলে জিরো ট্রলারেন্স নীতি ঘোষণা করেছেন। পুলিশ সুপারের নির্দেশে ৪ আগস্ট শুক্রবার ডিবির ওসি এনামুল হক চৌধুরীর নেতৃত্বে এসআই কামরুল হাসান কায়কোবাদ সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময় চাঁদপুর সদর আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজারস্থ অহিদ গাজী মার্কেটের সামনে আঞ্চলিক সড়কের মাইক্রোবাস জব্দ করে। মাইক্রোবাসটি তল্লাসি করে ৫শ’ বোতল ফেন্সিডিল, ১শ’৮০ বোতল (ESkuf) মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় মাদক বহনকারী একটি মাইক্রোবাস জব্দসহ আটক করা হয় মাদকারবারী মো. আতিকুর রহমান দীপুকে।

আটক দীপু চাঁদপুর সদরের সফরমালী দক্ষিণ কল্যানদী গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র। বর্তমানে সে নারায়নগঞ্জের ফতুল্লার কুতুব আইল, কাঠেরপুল এলাকায় বসবাস করছিলো। আটক আসামীর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এ অভিযান অব্যহত থাকবে বলে জানা ডিবি পুলিশ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও, ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: