বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৪ জুলাই সোমবার অনুমোদন দেন।
উপ-কমিটিতে অ্যাম্বাসেডর মোহাম্মদ জমিরকে চেয়ারম্যান এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদকে সদস্য সচিব করে ৫৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এ প্রসঙ্গে মতলবের কৃতী সন্তান আনিসুজ্জামান শিশির বলেন, আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত করায় আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ছাত্রজীবন থেকেই আনিসুজ্জামান শিশির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন কর্মী হিসেবে পরিচ্ছন্ন রাজনীতি করে আসছেন।
তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১/১১ তে জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনে ঢাকার রাজপথে কাজ করেছেন লড়াকু সৈনিক হিসেবে। তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামজিক ও উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।