দীর্ঘ খরতাপ ও টানা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিল চাঁদপুরের জনজীবন। এবার প্রকৃতির বিরূপ প্রভাব দেখা যায়। আষাঢ গড়িয়ে শ্রাবণ মাসেও অতটা দেখা মেলেনি বৃষ্টির। অবশেষে শ্রাবণের মাঝামাঝি সময়ে দু’দফা স্তস্তির বৃষ্টির দেখা পেলো চাঁদপুরের মানুষ। সোমবার বিকেল ৫টার পর চাঁদপুর শহরের উপর দিয়ে শুরু হয় কিছু সময়ের জন্য স্বস্তির বৃষ্টি। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আবার শুরু হয় বৃষ্টি।
অসহ্য গরমের পর বহুল প্রত্যাশিত এই বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তি এনে দেয়। বর্ষাকালে এবার খুব একটা বৃষ্টি হয়নি। তবে প্রকৃতি ছিল উত্তপ্ত। মাঝে মধ্যে সামান্য বৃষ্টির দেখা মিললেও কমেনি গরম। অবশেষে সেই বৃষ্টিতে উত্তপ্ত রাজপথ ভিজে একাকার।
প্রায় ১ মাস অস্থির গরমে অসহায় হয়ে পড়েছিল মানুষ। একটুখানি বৃষ্টির আশায় তাকিয়ে ছিল সবাই আকাশপানে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।