ঢাকাসোমবার , ৩১ জুলাই ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

মামলা দায়েরের ১২ ঘন্টার মধ্যে মোটরসাইকেলসহ ২ চোর আটক

রূপসী বাংলা ২৪.কম
জুলাই ৩১, ২০২৩ ২:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরে মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনায় মামলা দায়েরের পর চুরি যাওয়া মোটরসাইকেলসহ ২ চোরকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। আটক ২ মোটরসাইকেল চোরকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত আটক ২জনকে জেল হাজতে প্রেরণ করে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ শাহরিন হোসেন ও এএসআই তসলিমসহ সঙ্গীয় ফোর্স তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
গ্রেফতারকৃতরা হলো : চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের কল্যান্দি গ্রামের জসিম গাজীর ছেলে শাহজালাল গাজী (৩০) ও একই গ্রামের বাচ্চু গাজীর ছেলে দেলোয়ার গাজী অরফে দেলু গাজী (২৪)। এসআই মোঃ শাহরিন হোসেন জানান, ব্যবসায়ী আজিজুর রহমানের একটি লাল রংয়ের এইচ পাওয়ার ১৫০ সিসি মোটর সাইকেল গত ১৯ জুলাই তার নিজ বাড়ি কল্যান্দি থেকে চুরি হয়। ২৭ জুলাই ব্যবসায়ী বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় অজ্ঞাত ব্যক্তির নামে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর প্রযুক্তির মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে চোর শাহজালালের বাড়ি থেকে মোটরসাইকেলটির অবস্থান নিশ্চিত করে ২ চোরসহ মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মহসীন আলম জানান, মামলা দায়েরের ১২ ঘন্টার মধ্যেই ২ চোর ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: