ঢাকাবৃহস্পতিবার , ২৭ জুলাই ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষামন্ত্রী দুইদিনের সফরে আজ চাঁদপুর আসছেন

রূপসী বাংলা ২৪.কম
জুলাই ২৭, ২০২৩ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি দুইদিনের সফরে আজ শুক্রবার চাঁদপুর আসছেন। শুক্র ও শনিবার দুইদিন তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দোয়া অনুষ্ঠান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ, গুণী শিল্পীদের সম্মাননা প্রদান, হাসপাতাল উদ্বোধন ও দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। তিনি আজ দুপুর ১টায় ঢাকা হেয়ার রোডস্থ বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকেল সাড়ে ৩টায় তিনি চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত হবেন। এরপর থেকে তাঁর ধারাবাহিক কর্মসূচি হলো : বিকেল ৪টায় ওয়্যারলেছ এলাকাস্থ বিআরডিবি কার্যালয়ে ১৩নং ওয়ার্ড যুবলীগের বর্ধিত সভায় যোগদান, সাড়ে ৪টায় চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন ফেমাস স্পেশালাইজড হাসপাতাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান, বিকেল ৫টায় প্রেসক্লাব ভবনস্থ এলিট চাইনিজ রেস্তোরাঁয় একাত্তর ফাউন্ডেশনের উদ্যোগে গৃহহীনদের ঘর প্রদান, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সম্মাননা, অসহায়দের সেলাই মেশিন বিতরণ ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগদান এবং সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শিল্পকলা একাডেমীতে গুণী শিল্পীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন। এসব অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
পরদিন সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপণী অনষ্ঠানে তিনি প্রধান হিসেবে যোগদান, সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে সাংবাদিকদের মাঝে কল্যাণ অনুদান ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান, দুপুর ১২টায় চাঁদপুর প্রেসক্লাবের অর্ধবার্ষিক সাধারণ সভায় যোগদান, সাড়ে ১২টা থেকে পর্যায়ক্রমে পুরানবাজার ডিগ্রি কলেজ, চাঁদপুর সরকারি কলেজ ও চাঁদপুর সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়ানুষ্ঠানে যোগদান এবং বিকেলে সাড়ে ৩টায় তাঁর বাসভবনে জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাথে তিনি মতবিনিময় করবেন। বিকেল ৫টায় তিনি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: