ঢাকাবৃহস্পতিবার , ২৭ জুলাই ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সবুজায়ন প্রকল্পে বৃক্ষ বিতরণ

রূপসী বাংলা ২৪.কম
জুলাই ২৭, ২০২৩ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সবুজায়ন প্রকল্প হিসেবে বৃক্ষ বিতরণ করা হয়েছে। চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের উদ্যোগে ৩০০ ছাত্র-ছাত্রীর মাঝে কয়েক শতাধিক ফলদ, কাঠ ও ঔষুধি গাছ বিতরণ করা হয়। ২৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এমআর শামিম, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন পিএইচএফ, সাবেক সভাপতি রোটাঃ খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন আরএফএসএম, চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের রোটার‌্যাক্ট কমিটির চেয়ারম্যান ও ভাইস প্রেসিডেন্ট মোঃ মোস্তফা ফুল মিয়া এবং সেক্রেটারী রোটাঃ উজ্জ্বল হোসাইন আরএফএসএম।
এ সময় অতিথিরা বলেন, গাছ আমাদের উপকারী বন্ধু। আমাদের পৃথিবী দিন দিন সবুজশূন্য হয়ে যাচ্ছে। ফলে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর কারণ সবুজ গাছপালার অভাব। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে। এই যে এতো উষ্ণতা পুরো পৃথিবীতে এর কারণ হচ্ছে গাছের অভাব। গাছের অভাব দূর করতে হলে অবশ্যই সবাইকে গাছ লাগাতে হবে। জায়গা খালি রাখা যাবে না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা বলেন, গাছগুলো নিয়ে তোমরা তোমাদের বাড়ির আঙ্গিনায় লাগাবে। চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সদস্যরা ১ বছর পর তা তদারকি করবে তোমরা গাছগুলো পরিচর্যা করেছ কিনা। তার ওপর তোমাদের পুরস্কার দেয়া হবে। তোমরা ভালো থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান মাওলানা মোহাম্মদ কবির আহমদ ওসমানী, বিদ্যোৎসাহী সদস্য ডাঃ সেলিম তালুকদার, অভিভাবক সদস্য মোঃ মাসুম ঢালী, মোঃ সাইফুল ইসলাম খান, মোঃ আমিনুল আহসান, শিক্ষক প্রতিনিধি মামুনুর রশীদ ও দীনেশ চন্দ্র দাসসহ শিক্ষকমণ্ডলী।
চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রোঃ এনামুল ইসলাম সাব্বির, রোঃ দেলোয়ার হোসেন সুমন, আইপিপি রোঃ শাহরিয়ার খান হিমেল, ভাইস প্রেসিডেন্ট রোঃ কাজী আজিজুল হাকিম নাহিন, জয়েন্ট সেক্রেটারী রোঃ ওবায়েদুর রহমান, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর রোঃ মোঃ শরীফ রহমান অর্ক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সচিব, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক বেবীন্টন দাস কিরণ এবং চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রেজাউল ইসলাম রকি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি রোঃ নাজমুন নাহার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: