বেনামীয় কোম্পানীর ফুড কালার ব্যবহার করে ট্যাং তৈরি করায় ‘মাহির ফুড এন্ড বেভারেজ’ নামে প্রতিষ্ঠানের মালিককে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর। বুধবার (২৬ জুলাই) বিকেলে ওয়্যারলেস বাজার সংলগ্ন মৃধা বাড়ি রোডে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, কারখানার মালিক যে ফুড কালার দিয়ে ট্যাং তৈরি করছেন, তা কোন্ কোম্পানীর কিংবা ওই ফুড কালারের মেয়াদ আছে কি না তা দেখাতে পারেননি। যে কারণে জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। জনস্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।