ঢাকাবৃহস্পতিবার , ২০ জুলাই ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

মন্ত্রীর সঙ্গে আলাপ ব্যর্থ, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান শিক্ষকরা

রূপসী বাংলা ২৪.কম
জুলাই ২০, ২০২৩ ৬:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ৯দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। এরই প্রেক্ষিতে গতকাল আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে  আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
বৈঠকে শিক্ষকদের দাবির বিষয়ে কোনো সুরাহা হয়নি। জাতীয়করণের বিষয়ে শিক্ষামন্ত্রী তাদের সুনির্দিষ্ট কোনো আশ্বাস দিতে পারেননি। মন্ত্রী কেবল বলেছেন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে দুটি কমিটি গঠন করা হবে।  কিন্তু শিক্ষামন্ত্রীর এ আশ্বাসে সন্তুষ্ট নন শিক্ষকরা। জাতীয়করণের বিষয়ে তারা সুনির্দিষ্ট পদক্ষেপ চান। এ জন্যে তারা এখন প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান।
সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিটিএর সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অন্তত ৫ মিনিট সাক্ষাতের সুযোগ না পেলে আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে ঝড়-বৃষ্টি পুলিশের আঘাত সবকিছুই আমরা মেনে নিতে রাজি।
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষামন্ত্রী আমাদের ডেকে নেয়ার পরের দাবিগুলো শুনেন। সেখানে আরো শিক্ষকদের সংগঠনের নেতা-কর্মীরা ছিলেন তারা কিছু বলেননি। কিন্তু স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতারা বলেছেন, এখানে আমরা যারা আন্দোলন করছি তারা নাকি স্বাধীনতার বিপক্ষের লোক। আমরা আজকের অবস্থান কর্মসূচি থেকে তাদের  ধিক্কার জানাই।
তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতক্ষণ না আমাদের ৫ মিনিট সময় দেবেন ততক্ষণ আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অভিভাবক। আপনি যতদিন আমাদের এই রাজপথে রাখবেন আমরা ততদিন এই রাজপথে থাকব। সূত্র : ঢাকা পোস্ট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: