ঢাকাবুধবার , ১৯ জুলাই ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

চাঁদপুর জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

রূপসী বাংলা ২৪.কম
জুলাই ১৯, ২০২৩ ৪:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

পদযাত্রার নামে সারাদেশে বিএনপি-জামাত ও তাদের মিত্রদের অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে চাঁদপুরে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ। ১৮ জুলাই মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উন্নয়ন শোভাযাত্রার পূর্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী। তিনি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তাঁরই সুযোগ্য কন্যা গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসা ও অসচ্ছল ব্যক্তিদের অনুদান, অসহায় মানুষের বাসস্থানের জন্য ঘর ও জমি পাচ্ছে, শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তি পাচ্ছে। রাস্তা-ঘাটের উন্নয়ন, কালভার্টসহ দেশের বিভিন্ন জেলার যান চলাচলের যোগাযোগ ব্যবস্থা, নতুন নতুন রেললাইন ও শহরের যানজট নিরসনে মেট্রোরেল চালু করা হয়েছে। কিন্তু পদযাত্রার নামে বিএনপি-জামাত ও তাদের দোসররা শেখ হাসিনার সরকারের উন্নয়নকে নস্যাৎ করতে, দেশে নৈরাজ্য সৃষ্টি করতে রাস্তায় নেমেছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা ঐক্যবদ্ধ হয়ে চাঁদপুরের মানুষকে সাথে নিয়ে এর প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, আমাদেরও দাবি এক সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে নির্বাচন। সেই নির্বাচনে দেশের জনগণ আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে স্বাধীনতার প্রতীক, গণতন্ত্রের প্রতীক নৌকাতে ভোট দিবে।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তোষ দাসের সভাপতিত্বে ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম মিয়াজীর পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আঃ রব ভূঁইয়া, সহ-সভাপতি আবদুর রশিদ সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার, পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক দেওয়ান, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের নেত্রী রেনু বেগম, পান্না বেগম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন মজুমদার প্রমুখ।
আলোচনা সভার পরই জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে উন্নয়নের শোভাযাত্রা বের করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: