ঢাকাবুধবার , ১৯ জুলাই ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

কচুয়ার সিটি হসপিটাল ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সীলগালা

রূপসী বাংলা ২৪.কম
জুলাই ১৯, ২০২৩ ৪:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

কচুয়ায় মোবাইল কোর্টে (ভ্রাম্যমাণ আদালত) সিটি হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করা হয়েছে। মঙ্গলবার কচুয়া পৌরসভায় চাঁদপুর পল্লী বিদ্যুতের জোনাল অফিস সংলগ্ন হাসপাতাল রোডের বেশ ক’টি প্রাইভেট হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান। এ সময় চাঁদপুর জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ সাহাদাৎ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজন কুমার দাস এবং কচুয়া থানা পুলিশের সাব-ইন্সপেক্টর মোঃ সামছুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান সিটি হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে অভিজ্ঞ চিকিৎসক ব্যতীত সিজারিয়ান অপারেশন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশে ক্লিনিক মালিক দীপু সরকারকে ১ লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের জেলসহ প্রতিষ্ঠানটি সীলগালা করেন। তাছাড়া যেসব ক্লিনিকের লাইসেন্স নবায়ন নেই ওইসব প্রতিষ্ঠনকে ১৫ দিনের মধ্যে লাইসেন্স নবায়নের জন্যে নির্দেশনা প্রদান করেন।
স্থানীয়দের অভিযোগ, কচুয়ার বিভিন্ন বেসরকারি হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসক ছাড়াই নামমাত্র সেবা দিয়ে আসছে কর্তৃপক্ষ। তাই প্রশাসনের এই অভিযান অব্যাহত রাখার দাবি স্থানীয়দের।
উল্লেখ্য যে, ইতিপূর্বেও মোবাইল কোর্টে একাধিকবার সিটি হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। কিন্তু তারপরও টনক নড়েনি এই হাসপাতাল কর্তৃপক্ষের। এবার তা পুরোদমে সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: