ঢাকাবুধবার , ১৯ জুলাই ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

চাঁদপুরে নিজগৃহে ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার

রূপসী বাংলা ২৪.কম
জুলাই ১৯, ২০২৩ ৪:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর পুরাণবাজার হরিসভা এলাকার নিজ বাসভবন হতে ব্যবসায়ীর অর্ধ পচা গলিত লাশ উদ্ধার করে পুরাণবাজার ফাঁড়ি পুলিশ। জানা যায়, পুরাণবাজারের চাল ব্যবসায়ী সমর সাহার কনিষ্ঠপুত্র চাল ব্যবসায়ী সুজন সাহা (৩০) তারই পৈত্রিক সম্পত্তি পুরাণবাজার পূর্ণসাহার বাড়িতে পৃথকভাবে একা বসবাস করে আসছিলেন। অবিবাহিত সুজন সাহার সাথে তার পরিবারের অন্য দুই ভাই ও পিতার সাথে তেমন কোনো মিল না থাকায় সে পরিবার থেকে অনেকটাই ছিলো বিচ্ছিন্ন। তাই তার ব্যাপারে পরিবারের অন্য কেউ তেমন খোঁজ খবর রাখতেন না বলেও সরজমিনে জানা যায়।
১৮ জুলাই মঙ্গলবার সকালের দিকে তার বসতবাড়িতে থাকা অন্যান্য পরিবারের লোকজন পচা দুর্গন্ধ পেয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে এবং গন্ধের উৎস সম্পর্কে জানতে চেষ্টা করে। একপর্যায়ে তারা বুঝতে পারেন সুজন সাহার ঘর থেকেই দুর্গন্ধ আসছে। সাথে সাথে বাড়ির লোকজন তার বাবাকে বিষয়টি অবহিত করলে তা পুরাণবাজার ফাঁড়ি পুলিশকে জানানো হয়। সংবাদ পেয়ে পুরাণবাজার ফাঁড়ির এসআই রাজীব শর্মা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন এবং ঘটনা সম্পর্কে অবহিত হয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। এক পর্যায়ে চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত ও চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহসিন আলম ঘটনাস্থলে আসেন। পরে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসলেও এদিন আর ময়নাতদন্ত না হওয়ায় সুজনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। এদিকে পুলিশের উপস্থিতিতেই তার হতভাগ্য পিতা সমর কান্তি সাহা তার পুত্রের ময়নাতদন্ত অর্থাৎ কোনরূপ কাটা ছেঁড়া ছাড়াই যাতে তার মৃত পুত্রকে ধর্মীয় বিধানমতে দাহ করা যায়, সে ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জকে অনুরোধ জানান। তার পিতা পুলিশকে জানান, আমার মত সুখী কেউ নেই, আবার আমার মত দুঃখী কেউ নেই। আমি পুত্রদের সুখের জন্যে আলাদা ব্যবসা-বাণিজ্যসহ ভিন্ন পাকা বসতঘর করে দিয়েছি। সে একাই সে ঘরে থাকত। কিন্তু মরণ নেশা তার সব কেড়ে নেয়। অনেক বুঝিয়েও তারে ঘরে ফেরাতে না পেরে নিজেরাই ব্যর্থ হয়ে গেছি। অনেক চেষ্টা করেছি বিয়ে দিতে। কিন্তু তার অনিয়ন্ত্রিত চলাফেরার কারণে তা আর হয়ে উঠেনি। ছেলের মৃত্যুর ব্যাপারে কারো প্রতি কোনো অভিযোগ নেই বলেও তিনি জানান।
লাশ উদ্ধার করতে গিয়ে দেখা যায়, তার বসতঘরের লাইট, ফ্যান, এসি সবই চলমান রয়েছে, শুধু খাটের নিচে পড়ে আছে সুজনের নিথর পচা গলিত মরদেহ। প্রত্যক্ষদর্শীর ধারণা রাতে বা দিনের কোনো এক সময় সে খাট থেকে পড়ে গিয়ে আহত বা স্ট্রোকে আক্রান্ত হতে পারে এবং ঘরে কোনো লোকজন না থাকায় ঘটনা সম্পর্কে কেউ কিছু জানতে পারেনি। তাই তার মরদেহ পচে গিয়ে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। ধারণ করা হচ্ছে ৪/৫ দিন আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।
এদিন তার মৃত্যু সংবাদ শুনে সাথে সাথে চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক পরেশ চন্দ্র মালাকার, গোপাল সাহা, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী (পিপি), উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, সদস্য অ্যাডঃ প্রভাষ সাহা, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, পৌর কমিটির সাধারণ সম্পাদক অ্যাডঃ ভাস্কর দাস, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহাসহ অনেকেই সে বাড়িতে যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: