বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স (সিসিডিএ) সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১০টি পদে ১৯৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইন/অফলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে সিসিডিএ চাকরি
পদের নাম: উপ-পরিচালক (প্রকল্প ও কার্যক্রম)। পদ সংখ্যা: ৩টি। পদের নাম: এলাকা ব্যবস্থাপক (প্রকল্প ও কার্যক্রম)। পদ সংখ্যা: ১০টি। পদের নাম: কর্মকর্তা (হিসাব)। পদ সংখ্যা: ৫টি। পদের নাম: কর্মকর্তা (নিরীক্ষা)। পদ সংখ্যা: ১০টি। পদের নাম: শাখা ব্যবস্থাপক (প্রকল্প ও কার্যক্রম)। পদ সংখ্যা: ৩০টি।
পদের নাম: সহকারী শাখা ব্যবস্থাপক (প্রকল্প ও কার্যক্রম)। পদ সংখ্যা: ৩০টি। পদের নাম: কর্মকর্তা (মানব সম্পদ ও প্রশাসন)। পদ সংখ্যা: ৩টি। পদের নাম: কর্মকর্তা (সফটওয়্যার)। পদ সংখ্যা: ৩টি। পদের নাম: কর্মকর্তা (মনিটরিং)। পদ সংখ্যা: ৫টি। পদের নাম: ট্রেইনি ফিল্ড অফিসার (প্রকল্প ও কার্যক্রম)। পদ সংখ্যা: ১০০টি।
শিক্ষাগত যোগ্যতা: ক্রমিক নং ১-৯ পর্যন্ত পদের ক্ষেত্রে স্নাতকোত্তর/ সমমান ডিগ্রি এবং ক্রমিক নং ১০ পদের ক্ষেত্রে এইচএসসি/ অনার্স/ সমমান ডিগ্রি।
অভিজ্ঞতা: ক্রমিক নং ১-৯ পর্যন্ত পদগুলোর ক্ষেত্রে এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত যেকোনো ক্ষুদ্র-অর্থায়নকারী প্রতিষ্ঠানে স্ব-স্ব পদে কমপক্ষে ০৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ক্রমিক নং ১-৪ পর্যন্ত পদের প্রার্থীদের ক্ষেত্রে ৩০ জুন ২০২৩ তারিখে বয়স সর্বোচ্চ ৪৫ বছর এবং অন্যান্য পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাসমূহ সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী দেওয়া হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী যোগ্য প্রার্থীদের দুই কপি সদ্য তোলা ছবি, জাতীয় পরিচয় পত্র/ জন্ম সনদ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ ‘‘নির্বাহী পরিচালক, সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স (সিসিডিএ), সিসিডিএ ভবন, ১/৮, ব্লক: জি, লালমাটিয়া হাউজিং এস্টেট, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭’’ বরাবর আবেদন করতে হবে। ই-মেইলের মাধ্যমেও “ccdarecruitment@gmail.com” আবেদনপত্র পাঠানো যাবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই, ২০২৩।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।