বলিউড অভিনেত্রী মনিকা বেদী। টিভি উপস্থাপক, অভিনেত্রী তো বটেই গ্যাংস্টার আবু সালেমের বান্ধবী হিসেবেই তাকে চেনে সবাই। এছাড়া তাকে পর্দায় সালমান খান, সঞ্জয় দত্ত, সুনীল শেট্টিদের মতো তারকাদের নায়িকা হিসেবে দেখেছেন দর্শক। তবে একটি ছবি হাতছাড়া হওয়ার জন্য এখনও আফসোস করেন নায়িকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই আক্ষেপের কথাই বলেন তিনি।
১৯৯৫ সালে রাকেশ রোশন পরিচালিত অন্যতম হিট ছবি ছিল ‘করণ অর্জুন’। সেই ছবিতেই নায়িকা হওয়ার কথা ছিল মনিকার। কিন্তু নিজের দোষেই সেই সুযোগ হাতছাড়া হয় তার। ২৮ বছর পরে এখনো তা নিয়ে আফসোস করেন অভিনেত্রী।
মনিকা বলেন, আমি জানতাম রাকেশ রোশন একজন অভিনেতা। কারণ আমি তার অনেকগুলো ছবি দেখেছি। কিন্তু তিনি যে পরিচালকও সেই ধারণা আমার ছিল না। সুভাষ ঘাইয়ের একটি হোলি পার্টিতে উনি আমায় দেখে নিজের কার্ড দিয়ে দেখা করতে বলেন। আমি খানিকটা অবাকই হয়েছিলাম। সন্দেহও হয়েছিল মনে মনে। তাই কার্ডটি হাতে নিয়ে কিছুক্ষণ পর ছিঁড়ে ফেলি।
বেশ কিছু মাস পর তার সহকারী আমাকে জানিয়েছিলেন, ‘করণ অর্জুন’ ছবির জন্যই দেখা করতে বলেছিলেন রাকেশ।
মনিকা বলেন, আমার ম্যানেজার রীতিমতো রেগে গিয়ে আমায় প্রশ্ন করেছিল, কেন আমি রাকেশজির সঙ্গে দেখা করতে যাইনি। আমায় সালমানের বিপরীতে অভিনয়ের জন্য ভেবেছিলেন তিনি।
মনিকাকে শেষ অভিনয়ে দেখা গিয়েছে ২০১৭ সালে ৷ পাঞ্জাবি ছবি ‘বন্দুকে’-এ অভিনয় করেছিলেন তিনি ৷
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।