ঢাকারবিবার , ১৬ জুলাই ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

অনিরাপদ ও অবৈধ অভিবাসনে কেউ পা দিবেন না : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

রূপসী বাংলা ২৪.কম
জুলাই ১৬, ২০২৩ ৩:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

এ অঞ্চলের ছেলে-মেয়েরা দক্ষ হয়ে যেনো বিদেশে যায় : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি

দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে চাঁদপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) চালু করেছে সরকার। গতকাল ১৫ জুলাই শনিবার সকালে সদর উপজেলার আশিকাটির চাঁদখাঁর বাজার এলাকায় স্থাপিত প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। নবনির্মিত এ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
দক্ষ জনশক্তি তৈরি করে তাদের বিদেশে পাঠানোর উদ্দেশ্যে চাঁদপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেন, কোনো দক্ষতা অর্জন না করেই কর্মী হিসেবে বিদেশে গেলে তাদের নানা ভোগান্তিতে পড়তে হয়। দক্ষতাহীন ও আধাদক্ষ কর্মী কাক্সিক্ষত আয়ও করতে পারেন না। সে জন্যে প্রবাসে কর্মী পাঠানোর আগে তাদের দক্ষ করে গড়ে তোলার কথা চিন্তা করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর কারিগরি শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ গ্রহণের জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেন। বঙ্গবন্ধু কন্যা তাঁর বিচক্ষণতা দূরদর্শিতা সাহস ও প্রজ্ঞায় প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে পথ দেখান। শেখ হাসিনা যে বাজেট দেন, যে পরিকল্পনা করেন সেটা তিনি বাস্তবে পিতার মতো কথা দিয়ে কথা রাখেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যতবারই জনগণ তাঁকে দিয়েছে তিনি দেশকে উন্নত করেছেন। ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে গেছেন। তিনি আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ করে দেখিয়েছেন। আজকে আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ সুখে শান্তিময় স্মার্ট বাংলাদেশ। সেই লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের প্রতিটি মানুষকে দক্ষ হতে হবে। এজন্যই সরকার তৃণমূল পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করে দিয়েছে। আমরা সবাই মিলে আমাদের অভিবাসন নিরাপদ করবো, অভিবাসন যাতে বৈধ হয় তা নিশ্চিত করবো। আমরা আমাদের রেমিট্যান্স আয় আরো বৃদ্ধি করতে পারবো। এ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করলে প্রবাসী কর্মীদের ভোগান্তি কমবে এবং প্রবাসী আয়ও বাড়বে।
তিনি বলেন, কারিগরি শিক্ষা গ্রহণের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা উন্নত শিখরে পৌঁছানো সম্ভব। আর কর্মময় জীবনে অনেকেই কারিগরি শিক্ষার মাধ্যমে সাফল্য অর্জন করেছে।
বর্তমান সরকারের নানা উন্নয়নমুখী উদ্যোগ বাস্তবায়নের কারণ, হাজার হাজার দক্ষ জনশক্তি তৈরির জন্যেই এই টিটিসি নির্মাণ করা হয়েছে। এর সুফল চাঁদপুরের জনগণ পাবে। সেই সুযোগ দেশরত্ন শেখ হাসিনা করে দিয়েছেন।
উদ্বোধকের বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, আমরা একটা একটা করে টিটিসি করব, যাতে বিদেশে কর্মীরা যারা যাবে তারা দক্ষ হয়ে যায়। আমাদের কাজ হলো শিক্ষিত দক্ষ মানুষ তৈরি করা। টিটিসি আপনাদের জন্যে করা হয়েছে। যাতে এই অঞ্চলের ছেলে-মেয়েরা দক্ষ হয়ে বিদেশে যেতে পারেন।
মন্ত্রী আরো বলেন, জনশক্তিতে বৃহত্তর কুমিল্লার মধ্যে চাঁদপুর পঞ্চম স্থানে। এখান থেকে গতবছর বিদেশ গিয়েছে ৪৫ হাজার ৫০০ জন। দেশের উন্নয়নে বিদেশে গিয়ে রেমিট্যান্স পাঠানো চাঁদপুর বড় ভূমিকা রাখছে। আমি চাই মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির মাধ্যমে চাঁদপুর আরো এগিয়ে যাবে।
অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
স্বাগত বক্তব্য রাখেন ৪০টি টিটিসি ও ১টি আইএমটি স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ সাইফুল হক চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, বিপিএম (বার) ও চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম নাজিম দেওয়ান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রকল্পের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন দৈনিক সুদীপ্ত চাঁদপুরের প্রধান সম্পাদক এমআর ইসলাম বাবু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: