ঢাকারবিবার , ১৬ জুলাই ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর
আজকের সর্বশেষ সবখবর

১৫ বছরে কারা কারা আপনাদের উপর হামলা করেছে সে তালিকা করুন

রূপসী বাংলা ২৪.কম
জুলাই ১৬, ২০২৩ ২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই শনিবার সকালে গাজীর বাজারে যৌথ সভায় আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন মাস্টারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান গাজীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা সকলেই আন্দোলন এবং নির্বাচনের জন্যে প্রস্তুতি গ্রহণ করুন। জেলে যাবার ভয় করার কোনো কারণ নেই, জেলের গেট ভেঙ্গে আনার ব্যবস্থাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তরুণরা রাখে। প্রশাসন আপনাদেরকে ভয় দেখিয়ে অন্যায়ভাবে ধরে নিয়ে যাবে, সেটারও প্রতিবাদ করার জন্য আমাদের লোক তৈরি হয়ে গেছে। আপনাদের নৈতিক দায়িত্ব হলো আলগী দুর্গাপুরে গত ১৫ বছরে কারা কারা আপনাদের উপরে সন্ত্রাসী হামলা করেছে সেই তালিকা তৈরি করেন। এই তালিকা ছাড়া আমাদের আর কোনো তালিকা প্রয়োজন নেই। যারা আপনাদের এই ইউনিয়নের নেতাদের জমি দখল করেছে এবং হিন্দুদের জমি দখল করেছে, যারা আলেম-ওলামার সাথে বেয়াদবি করেছে, যারা দোকানে চাঁদাবাজি করেছে, যারা মা বোনদের মান সম্মান নিয়ে খেলা করেছে, যারা ঘরবাড়ি পোড়া দিয়েছে সকলের তালিকা তৈরি করুন। এই বাংলায় তাদের বিচার হবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল গাজী বাহার। আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ফয়সাল আহম্মেদ আখন, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আলাউদ্দীন আনসারী, আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজির আহম্মেদ দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মোঃ মতিন গাজী, আলগী উত্তর যুবদলের সভাপতি মোঃ জসিম উদ্দিন গাজী, উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক জসিম মিজি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ কাজী মিলন, আলগী উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সুমন ও ওলামা দলের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মেহনতি, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল, মোঃ আজিজুল হক বাবুল, কৃষক দলের সভাপতি সরদার আবু তাহের, যুবদলের সদস্য সচিব আবদুল মান্নান আখন, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান আকাশ, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজান ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মিলাদ হোসেন মাঝি, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ সবুজ হোসাইন, সদস্য সচিব মোঃ আহসান হাবীব, আলগী উত্তর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মহসিন মিয়াসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: