ঢাকাশনিবার , ১৫ জুলাই ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

৫০ কোটি টাকার দেনার বোঝা মাথায় নিয়ে আমার পরিষদ যাত্রা শুরু করে এখন তা ১৯ কোটিতে এনেছি : মেয়র জিল্লুর রহমান জুয়েল

রূপসী বাংলা ২৪.কম
জুলাই ১৫, ২০২৩ ৫:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

যে অবস্থায় পৌরসভাকে পেয়েছি, মনেই হয় নি এর কোনো অভিভাবক ছিল। পৌরসভার স্টাফদের বেতন বকেয়া ছিল ৭/৮ মাসের। বিদ্যুৎ খাতে বকেয়া ছিল ২৪ কোটি ৭২ লাখ টাকা। সব মিলিয়ে ৫০ কোটি টাকার দেনার বোঝা মাথায় নিয়ে এ পৌরসভার মেয়রের দায়িত্ব নিয়েছি। এখন সে দেনা প্রায় ১৯ কোটি টাকায় নিয়ে এনেছি।
কথাগুলো বলেছেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি গতকাল শুক্রবার চাঁদপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট বক্তৃতায় এসব কথা বলেছেন। গতকাল বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে এই বাজেট ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মিলনায়তন কানায় কানায় ভরপুর এক নান্দনিক পরিবেশে অনুষ্ঠিত হয় পৌরসভার এই বাজেট ঘোষণা অনুষ্ঠান। প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিপুল সংখ্যক সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র ২০২৩-২৪ অর্থ বছরের ১১৪ কোটি ২৪ লক্ষ টাকার বাজেট উপস্থাপন করেন।
বাজেট উপস্থাপনার পূর্বে মেয়র স্বাগত বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্যে মেয়র জিল্লুর রহমান জুয়েল ২০২০ সালের নভেম্বরে দায়িত্ব গ্রহণের সময় কী রূপে চাঁদপুর পৌরসভাকে পেয়েছেন, আর বর্তমানে কী অবস্থায় এনেছেন তার উপর সংক্ষিপ্ত তথ্য তুলে ধরেন।
মেয়র জিল্লুর রহমান জুয়েল বলেন, আমি পৌরসভার দায়িত্ব নেয়ার পর দেখলাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারী তথা স্টাফদের বেতন বকেয়া ৭/৮ মাসের। স্টাফ বেতন আসে প্রতি মাসে প্রায় এক কোটি টাকা। আমি দায়িত্ব নেয়ার পর পর্যায়ক্রমে পুরো বকেয়া বেতন পরিশোধ করে এখন নিয়মিত মাসের বেতন মাসে পরিশোধ করা হচ্ছে। এই পৌরসভার বয়সের ৪০ বছর পর আমার দায়িত্বকালীন সময়েই পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন হালনাগাদ করা হয়েছে। মেয়র বলেন, আমার পরিষদের এই ২ বছর ৮ মাসে পৌরসভার নিজস্ব আয় এবং বিভিন্ন প্রজেক্ট থেকে ৫০ কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। মাননীয় শিক্ষামন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় চাঁদপুর পৌরসভা বড় দুটি প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে। এ প্রকল্প দুটির বরাদ্দ চলে আসলে ইনশাআল্লাহ আপনারা চাঁদপুর পৌরসভাকে ভিন্ন রূপে দেখতে পাবেন।
মেয়র বলেন, এ পৌরসভার অবসরপ্রাপ্তদের গ্র্যাচুয়েটি ২০০৭ সালের পর থেকে বকেয়া ছিল। আমি দায়িত্ব নেয়ার পর ২০০৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ৮ বছরে ২ কোটি টাকারও উপরে পরিশোধ করেছি। আর আজকের অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রীর হাত দিয়ে ২০১৫ সালের গ্র্যাচুয়েটি ৩৪ লক্ষ টাকা দেয়া হলো।
তিনি বলেন, আমার সময়ে এক টাকাও হোল্ডিং ট্যাক্স বাড়াই নাই। তবে আমি যেটা করেছি সেটা হলো- যারা ট্যাক্স ফাঁকি দিয়েছে, তাদেরকে যথাযথ ট্যাক্সের আওতায় এনেছি। অর্থাৎ যেমন প্রথমে একজন বাড়ি করার সময় দোতলা বাড়ি করলেন। তিনি তখন দোতলা বাড়ির ট্যাক্স দিয়ে যান। কিন্তু সেই তিনি যখন তাঁর দোতলা বাড়িটাকে ৮/১০ তলার বহুতল ইমারতে পরিণত করলেন, তখনও তিনি সেই দোতলার ট্যাক্সই দিয়ে যাচ্ছিলেন। এমন যারা ট্যাক্স ফাঁকি দিয়েছেন, তাদেরকে পরিপূর্ণ ট্যাক্সের আওতায় এনেছি। মেয়র বলেন, আমরা যখন উন্নয়ন খাতে বরাদ্দ চাই, তখন দাতা গোষ্ঠীর শর্ত থাকে পৌরসভার স্টাফ বেতন এবং বিদ্যুৎ বিল বকেয়া রাখা যাবে না। সে আলোকে আমরা পৌরসভার স্টাফ বেতন নিয়মিত করেছি এবং আমাদের সময় বিদ্যুৎ বিল তো বকেয়া করিই নি, উপরন্তু আমরা পূর্বের বকেয়া বিদ্যুৎ বিল থেকে কিস্তিতে ক্রমান্বয়ে পরিশোধ করে যাচ্ছি। বিদ্যুৎ সাশ্রয়ে আমরা ৭০টি মিটারকে ৩৪টি করেছি।
মেয়র জিল্লুর রহমান জুয়েল সাংবাদিকদের উদ্দেশ্যে বলিষ্ঠভাবে বলেন, আমি আপনাদের অনুরোধ করবো- আমাদের তথ্য শুধু শুনবেনই না, যাচাই করবেন।
সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, ইকবাল হোসেন পাটোয়ারী, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা, সহ-সভাপতি সোহেল রুশদী, শাহাদাত হোসেন শান্ত, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, ক্রীড়া সম্পাদক এমআর ইসলাম বাবু ও মোঃ মিজানুর রহমান। সুশীল সমাজ প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যক্ষ মোশাররফ হোসেন ও ডাঃ এসএম মোস্তাফিজুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: