ঢাকাশনিবার , ১৫ জুলাই ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদককে সম্মাননা প্রদান

রূপসী বাংলা ২৪.কম
জুলাই ১৫, ২০২৩ ৪:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

মতলব দক্ষিণ উপজেলার পূর্বাঞ্চলের স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘হিউম্যানিটিস অর্গানাইজেশন’-এর পক্ষ থেকে নারায়ণপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদককে মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গত ১৪ জুলাই বিকেল ৩টায় নারায়ণপুর প্রেসক্লাব কার্যালয়ে ওই সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোঃ ফরহাদ আহমেদ আলীর সভাপ্রধানে এবং সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি এবং নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, প্রাইম টিভির হেড অব নিউজ সাইদুল আরেফিন শ্যামল, শিক্ষানুরাগী কাজী মোঃ ফয়সাল, নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন পাটোয়ারী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম বকাউল।
সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ ইমন, সহ-প্রচার সম্পাদক জয় সাহা। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠান শেষে নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদককে হিউম্যানিটিজ অর্গানাইজেশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ সোহেল প্রধান, নারায়ণপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক তাওহীদ পাটোয়ারী মনিরসহ সংগঠনের সদস্যরা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: