ঢাকাবৃহস্পতিবার , ১৩ জুলাই ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আবহাওয়া
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. কবিতা
  10. কৃষি ও প্রকৃতি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকুরি
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর ডাকাতিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজারসহ চারজন আটক

রূপসী বাংলা ২৪.কম
জুলাই ১৩, ২০২৩ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর শহরের ইসরামপুর গাছতলা ব্রিজ সংলগ্ন মেরিন একাডেমীর পিছনে ডাকাতিয়া নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের সময় চারজনকে আটক করেছে নৌ পুলিশ।
নৌ পুলিশ সুপার কামরুজ্জামানের নির্দেশে বৃহস্পতিবার সকালে নৌ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে ড্রেজারসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
অভিযোগ উঠেছে, বাগাদি গাছতলা এলাকার বালু ব্যবসায়ী আবুল কালাম কালু পাঠান সুকৌশলে রাতের আঁধারে ডাকাতিয়া নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে হানা দিয়ে আবুল কালাম কালু পাঠান ও ড্রেজার শ্রমিক নুরুজ্জামান হোসেন, শাকিল খান, মিজান বেপারী সহ চারজনকে আটক করে।
নৌ পুলিশের হাতে আটক বালু ব্যবসায়ী আবুল কালাম কালু পাঠান বাগাদি গাছতলা এলাকার মৃত বাকিউল্লাহ পাঠানের ছেলে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, আবুল কালাম কালু পাঠান এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে সরকারি জায়গা দখল করে বালুর ব্যবসা করছে। চাঁদপুর ব্রিজ সংলগ্ন মেরিন একাডেমীর পিছনে গাছতলা গুনরাজদি খাল দখলের পর বাঁশ দিয়ে পাইলিং করে রাতের আঁধারে ডাকাতিয়া নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে সেই জায়গা ভরাট করেছে।

নৌ ওসি কামরুজ্জামান জানান, বেশ কিছুদিন যাবত রাতের আঁধারে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে কিছু চক্র। অবশেষে হাতেনাতে বালু উত্তোলনের সময় ড্রেজার সহ তাদের চারজনকে ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও, ভিডিও ব্যবহার করা বেআইনি।